Principal's Message
শিক্ষা জাতীয় জীবনের আলোকবর্তিকা। শিক্ষার আলো স্বাধীন চিন্তা -চেতনা ও সৃজনশীল কর্মের উদ্দিপক। জীবনমুখী শিক্ষা ধারায় সৃজনশীলতার বিকাশ ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষার গুনগত মান অর্জনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার অপরিহার্য। কাজী আজিম উদ্দিন কলেজ এই জেলার একটি অন্যতম বিদ্যাপিঠ। এই কলেজের ছাত্রদরে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্য নিরলস চেষ্ঠা করে যাচ্ছেন। সময়ের পরিক্রমায় উন্নত প্রযুক্তির সঙ্গে পরিবর্তিত হচ্ছে এখানকার ছাত্ররা। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই কলেজের ছাত্ররা তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছে। প্রতিদিনের কর্মকান্ড তথ্য প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করে নিজেদেরকে যোগ্য প্রজন্ম হিসেবে গড়ে তুলছে। শিখন শেখানো কার্যক্রমে আই সি টি-র ব্যবহার ছাত্র এবং শিক্ষককে আরো দক্ষ করে তুলছে। কলেজের শিক্ষার্থীদের জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি আমরা। এই চেষ্টার একটি ধাপ “ডাইনামিক ওয়েব সাইট ’’। আমরা অর্থাৎ কাজী আজিম উদ্দিন কলেজ পরিবার এর মধ্য দিয়ে অনলাইন সেবা পাবে। আমাদের প্রায় ---- ছাত্র এবং তাদের অভিবাবক মিলে এই বৃহৎ পরিবার যে কোন তথ্য আমাদের ডাইনামিক ওয়েব সাইট ( www.kacgazipur.edu.bd ) থেকে পাবেন। আমি সংশ্লিষ্ট সকলকে স্কুল এবং শিক্ষার্থী সম্পর্কীত যে কোন তথ্য জানার জন্য আমাদের ওয়েব সাইট ( www.kacgazipur.edu.bd) ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমরা উত্তোরোত্তর প্রয়োজনীয় তথ্য সংযোজন করে তথ্য প্রবাহকে সচল রাখব। এই ওয়েব সাইট এর মধ্য দিয়ে পৃথিবীর যে কোন প্রান্তের মানুষ এই কলেজ সম্পর্কে জানতে পারবে এবং সংগ্রহ করতে পারবে প্রয়োজনীয় তথ্য। কাজী আজিম উদ্দিন কলেজ অনলাইনএ সংযোজিত হওয়ায় সকলকে ধন্যবাদ।
|