PRESIDENT MESSAGE

সভাপতি বাণী

সু-প্রাচীন ইতিহাস, শিক্ষা-সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্যের যুগলধারায় লালিত, গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে প্রকৃতির নিবির আবেষ্টনীতে স্নিগ্ধ মনোরম পরিবেশে অবস্থিত কাজী আজিমউদ্দিন কলেজ একটি স্বনামধন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাই জাতির মেরুদন্ড। আর শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। এই মূলমন্ত্র ধারণ করে উচ্চ শিক্ষা বিস্তারের মহান অঙ্গিকার নিয়ে অত্র এলাকার একজন শিক্ষানুরাগী ব্যক্তি কাজী আজিমউদ্দিন আহাম্মদ এর সার্বিক সহযোগিতায় ৪ জুলাই, ১৯৮১ খ্রিষ্টাব্দে কলেজটি প্রতিষ্ঠিত হয়। অতিক্রান্ত সময়ের পথপরিক্রমায় কলেজটিতে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ এবং শিক্ষার্থীদের মেধা-মনন ও সৃজনশীলতার সমন্বয়ে এ জনপদে শিক্ষাবিস্তারে তথা বিশ্বমানে দক্ষ জনগোষ্ঠী বিনির্মানে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। সাম্প্রতিক সময়ে কলেজ পরিচালনা পর্ষদ কর্তৃক আধুনিক সৃজনশীল সংস্কার ও উন্নয়ন অভিযাত্রার ধারাবাহিকতায় কলেজ ক্যাম্পাসটি বিপুল পরিসরে সমৃদ্ধ হয়েছে। এতে শিক্ষার্থীরা সু-বিস্তৃত মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারছে। বর্তমান কলেজ পরিচালনা পর্ষদ কর্তৃক শিক্ষার অধিকতর মান উন্নয়নে গ্রহণ করা হয়েছে যুগোপযোগী বিভিন্ন উদ্যোগ। কলেজটিতে রয়েছে ১৩টি বিষয়ে অনার্স ও ৩টি বিষয়ে মাস্টার্স কোর্স। আরও কয়েকটি বিষয়ে অনার্স ও মাস্টার কোর্স চালুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও কলেজটিতে রয়েছে শিক্ষা সহায়ক সব উপাদান। যেমন- বিজ্ঞান শাখার প্রতিটি বিষয়ের রয়েছে উন্নত ল্যাবরেটরি, পর্যাপ্ত পুস্তক সহ সমৃদ্ধ লাইব্রেরী ও মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে কম্পিউটার ল্যাব এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সাম্প্রতিক সময়ে স্থাপন করা হয়েছে আধুনিক ও স্বাস্থ্য সম্মত ক্যান্টিন। বিগত সময়ে এ কলেজ থেকে ডিগ্রি (পাস) পরীক্ষায় তিনজন ছাত্র প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছে। তাছাড়া বিভিন্ন পরীক্ষায় এ কলেজের শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান করে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্মান শ্রেণিতে বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে, যা নিঃসন্দেহে গৌরবের বিষয়। এছাড়াও অত্র প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা লাভ করে দেশে ও বিদেশে (সরকারি ও বেসরকারি) বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। অনন্য এ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি লাভ করেছে। তাছাড়া খেলাধুলা, তথ্য প্রযুক্তি, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, রোভার স্কাউটিং এবং জনসেবামূলক কর্মকান্ডেও এ কলেজের শিক্ষার্থীরা জেলা ও জাতীয় পর্যায়ে প্রসংশনীয় অবদান রেখে চলছে। সব মিলিয়ে কলেজটি ক্রমশ এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে। এ অগ্রযাত্রা হবে বাধাহীন সুদূরপ্রসারী। কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতির জন্য চাই সমন্বিত প্রয়াস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কলেজ গভর্ণিং বডির সম্মানিত সকল সদস্যবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী, অবিভাবকবৃন্দ এবং এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় কলেজটি তার গৌরবদীপ্ত ঐতিহ্যকে ধারণ করে উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। প্রাকৃতিক শোভামন্ডিত ঐতিহ্যবাহী কাজী আজিমউদ্দিন কলেজের পবিত্র অঙ্গন শিক্ষার্থীদের কল-কাকলীতে মুখোরিত হয়ে উঠুক, জ্ঞানের প্রদীপ্ত শিখায় আলোকিত হোক তাদের জীবন - এ কামনাই করি। মোঃ আনোয়ারুল ইসলাম সভাপতি কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর।

Admission Related

Go To Admission Page

Click Here And Go Directly To Admission Page.

Appling Instruction

Click Here To See All The Instruction For Admission.

Apply Online (Admission Form)

Click Here To Apply Online.

Our Gallery